পাওয়ার হিটিংয়ের চেয়ে পরিকল্পনা বেশি জরুরি: বিজয়

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১৯:৫৯

সাহস ডেস্ক

পাওয়ার হিটারের অভাবে টি-টোয়েন্টি মতো পাওয়ার হিটিং ক্রিকেটে ধুকছে বাংলাদেশ। এ কারণে এশিয়া কাপ ও বিশ্ব কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে দলে অনেক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাওয়ার হিটিংকে খুব একটা গুরুত্বের জায়গায় না রেখে পরিকল্পনাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এনামুল হক বিজয়। মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজয় জানান, ‘আমি প্রায় ১০ বছর ধরে বিপিএল খেলছি, বাংলাদেশের হয়েও খেলেছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের যে মেধা আর পরিশ্রম, তাতে পাওয়ার হিটিংয়ের চেয়ে পরিকল্পনা বেশি জরুরি। কেউ বলতে পারবে না, দলের কেউ চার-ছক্কা মারতে পারে না বা সামর্থ্য নেই। শতভাগ সামর্থ্য নিয়েই বাংলাদেশ দলে খেলতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাইর অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, এক দিনে হয়ে যাবে, তা নয়। ৩ মাসে হবে, ৬ মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার।’

এনামুল মনে করেন, বাংলাদেশ দলে সবারই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। কোন বোলারকে মারতে হবে, কখন মারতে হবে, কখন মারা উচিত হবে না...এসব বুঝেই ব্যাটসম্যানদের প্রায় সবাই কমবেশি মারতে পারেন। শুধু একটু সময় দিতে হবে। ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু দেখেন না এনামুল, ‘তাদের (ব্যাটসম্যান) নিজস্ব সময় দেওয়া উচিত। ১০ বল হোক, ৩-৪ বল হোক; এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়ের চার-ছক্কা মারার সামর্থ্য আছে। আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে।’

বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিতে অনুশীলন করছেন এনামুল। ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান জানালেন নিজের ভাবনার কথা, ‘যেহেতু এশিয়া কাপ বড় মঞ্চ, চেষ্টা করব দলকে কার্যকর ইনিংস উপহার দেয়ার। নিজেকে ভাগ্যবান মনে করছি। ইনিংসের যেন শুভসূচনা করতে পারি। মিরাজ, তাসকিন, সাকিব ভাই, মুশফিক ভাই, আফিফ-সবাই অনেক সাহায্য করেছে। টপ অর্ডারে ভালো স্কোর দাঁড় করালে তাদের জন্যও সুবিধা হবে। আবার মিডল অর্ডার ভালো করলে লোয়ার মিডল অর্ডারের জন্য ভালো হবে। দলীয় স্কোর বড় করলে বোলারদের জন্য ভালো হবে। আশা করছি দারুণ সূচনা এনে দিতে পারব, সেভাবেই অনুশীলন করছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত