ইউক্রেনে যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু

প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ১৮:১৯

সাহস ডেস্ক

ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করা শুরু করেছে দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগ এ তদন্তের অন্তর্ভুক্ত হবে।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বলেন, ৩৯টি দেশের পক্ষ থেকে জানানো এক আহ্বানের পর তিনি তদন্ত শুরু করেছেন।

যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগগুলো এ তদন্তের অন্তর্ভুক্ত হবে এবং ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়াকে নিজের অঙ্গীভূত করার ঘটনাটিও এর আওতায় পড়বে।

রাশিয়া বা ইউক্রেন কেউই আইসিসির সদস্য নয়, তবে কিয়েভ এ আদালতের বিচারিক ক্ষমতাকে মেনে নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত