রাশিয়ার সঙ্গে বৈঠক হবে বেলারুস সীমান্তে: ইউক্রেন প্রেসিডেন্ট

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৪

সাহস ডেস্ক

ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই বেলারুস সীমান্তে রুশ প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করবে ইউক্রেন বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এর আগে তিনি বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেংকোর সাথে কথা বলেছেন। এরপরই তিনি রুশ প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করার বিবৃতি দিয়েছেন। খবর- বিবিসির।

বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করবে, যা হবে প্রিয়াপাত নদীরা কাছে ইউক্রেন-বেলারুস সীমান্তে।

এসময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুসের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে এরকম কোনো বৈঠকে তিনি যাবেন না।

সম্ভাব্য এ বৈঠক সম্পর্কে রাশিয়া বা বেলারুস কোন বিবৃতি দেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত