সরকারি ওষুধ নিয়ে রমরমা বাণিজ্য

হাসপাতালে ‘নেই’ সরকারি ওষুধ, মিলছে পাশের ফার্মেসিতে

প্রকাশ : ১৪ মে ২০২৪, ২০:৪৬

Desk Report

সরকারি মেডিকেলগুলোতে রোগীদের জন্য কোটি কোটি টাকার ওষুধ বরাদ্দ থাকলেও তার সিকি ভাগও মিলছে না অসহায় রোগীদের ভাগ্যে। অথচ মেডিকেলের পাশে ফার্মেসিগুলোতে অবৈধভাবে প্রায়ই বিক্রি হয় সরকারি ওষুধ।

দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত অবৈধ, অনুমোদনবিহীন, ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও চলছে সরকারি ওষুধ নিয়ে রমরমা বাণিজ্য

অনুসন্ধানে বের হয়ে আসে, স্টোর থেকেই প্রতিদিন ওয়ার্ডগুলো বরাদ্দকৃত ওষুধ নিয়ে আসে। কিন্তু ওয়ার্ডের শেলফ থেকে কর্মচারীরা সেই ওষুধ কৌশলে সরিয়ে ফেলে। পরবর্তীতে বিক্রি করা হয় মেডিকেলের পাশের ফার্মেসিগুলোতে।

অভিযোগ উঠেছে, মেডিকেলের ওয়ার্ড কর্মচারীদের পাশাপাশি এই চোরদলের সঙ্গে আউটসোর্সিংয়ে কমর্কর্তারাও জড়িত রয়েছে। প্রতিদিন একেকটি ওয়ার্ড থেকে হাজার হাজার টাকার ওষুধ চুরি হয়। প্রায় সকল মেডিকেলে এ ধরনের চোর সিন্ডিকেট রয়েছে বেশ কয়েকটি। যাদের সন্ধানে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

লেখকদের নামঃ