ইউক্রেনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ন্যাটো মহাসচিব

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৬

সাহস ডেস্ক

ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা ও উদ্দেশ্য আমাদের নেই বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তিনি আরো বলেন, ইউক্রেনের অভ্যন্তরে ন্যাটোর কোনো সেনা বা ন্যাটোর কোনো সামরিক বাহিনীর সদস্য নেই। খবর- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাসেলসে ন্যাটো জোটের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ন্যাটোর মহাসচিব।

তিনি বলেন, আমরা এটা স্পষ্ট করেছি যে, ইতোমধ্যে সেনা বৃদ্ধি করেছি এবং পূর্বাঞ্চলে ন্যাটো জোটের সেনাদের উপস্থিতি বৃদ্ধি করছি।

ইউক্রেন পশ্চিমা প্রতিরক্ষা জোটের অংশীদার হলেও ন্যাটোর পূর্ণ সদস্য নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত