বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগ করার পরামর্শ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

সাহস ডেস্ক

ইউক্রেন-রাশিয়ার মধ্যে উত্তেজনাকর অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দি‌য়ে‌ছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। এছাড়া ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হলো। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।

একইসঙ্গে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞ‌প্তিতে উল্লেখ করা হয়, ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ইউক্রেন কয়েক বছর আগে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। পশ্চিম এবং কিয়েভ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন সম্পর্কে অভিযোগ করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেসকভ এই দাবীকে ‘শূন্য এবং ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন, যা উত্তেজনা বাড়ানোর কৌশল হিসাবে কাজ করে। গত দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে প্রায় ১ লাখ রুশ সেনা মোতায়েন রেখেছে রাশিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত