আধুনিক ইউক্রেন রাশিয়ার জন্য হুমকিতে পরিণত হয়েছে: পুতিন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৭

সাহস ডেস্ক

নিরুপায় হয়ে ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে, কারণ আধুনিক ইউক্রেন রাশিয়ার জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাশিয়ার জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে একথা বলেন পুতিন।

তিনি বলেন, আধুনিক ইউক্রেনের অধীনে থাকা অঞ্চল থেকে ধারাবাহিক হুমকির মুকে রাশিয়া নিরাপদে থাকতে, উন্নয়ন করতে এবং টিকে থাকতে পারবে না।

পুতিন বলেন, ইউক্রেনের অধীনে থাকা কোনো অঞ্চল দখলের ইচ্ছে নেই তার। জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে চান না তিনি।

পুতিন আরো বলেন, তিনি রুশ বাহিনীকে প্রতিরক্ষা দেওয়ার আদেশ দিয়েছেন। পাশাপাশি তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের গণমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রুশ বাহিনী ইউক্রেনের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং দেশটির দক্ষিণ উপকূলে সেনা মোতায়েন করেছে।

বেশ কিছু দিন ধরে ন্যাটোর ইউরোপে পূর্ব প্রান্তে ন্যাটোর সম্প্রসারণ ও ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষার বিরোধিতা করে আসছিল রাশিয়া।

তারই জের ধরে রাশিয়ার জাতীয় টেলিভিশনে পুতিন বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এখন পর্যন্ত ৭টি শহর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত