পাকিস্তানের প্যারামিলিটারি ঘাটিতে তালেবানের হামলা, নিহত ৪

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৭

সাহস ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তে তালেবানের আত্মঘাতী হামলায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। নিহতরা সকলেই পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদস্য।

রবিবার (৫ সেপ্টেম্বর) বেলুচিস্তানের রাজধানী কুয়েটা শহরের মাসতুং রোডস্থ এফসি চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তালেবানের পাকিস্তান শাখা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

সংবাদ মাধ্যম সিএনএন'কে বিষয়টি নিশ্চিত করেছে কুয়েটা জেলা পুলিশের পরিদর্শক আজহার আকরাম।

এ ঘটনায় টিটিপি'কে নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, কুয়েটার মাসতুং রোডস্থ এফসি চেকপোস্টে টিটিপির আত্মঘাতি হামলার নিন্দা জানাই। শহিদদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত