কর্মস্থলে ফেরা ও শিক্ষার দাবিতে আফগান নারীদের বিক্ষোভ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১

সাহস ডেস্ক

কর্মস্থলে ফেরা ও শিক্ষার দাবিতে বিক্ষোভ করেছে আফগানিস্তানের নারীরা। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এ বিক্ষোভ করেন তারা। আলজাজিরা জানায়, নারীদের কাজের অধিকারের বিষয়ে তালেবান সরকারের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলেও এ সময় দাবি করেন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভ সমাবেশে বক্তা মরিয়ম ইব্রাম বলেন, ‘কর্মস্থলে গেলে আমাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এমনকি আমাদের কর্মস্থলে আসার জন্য নিষেধ করা হচ্ছে।’ তিনি বলেন, হেরাতের স্থানীয় শীর্ষ তালেবান নেতার সাথে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

২০ বছর আগের তালেবান আর এখনকার তালেবানের মাঝে পার্থক্য নেই দাবি করে মরিয়ম ইব্রাম বলেন, ১৯৯৬-২০০১ পর্যন্ত তালেবানরা নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের উপর নিষেধাজ্ঞা রেখেছিলো। এবার তারা নারীদের অধিকারে প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছে না। 

সাহস২৬.কম/জেএস/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত