যুক্তরাষ্ট্রপন্থী শতাধিক সাংবাদিককে ফেলে এসেছে মার্কিন বাহিনী

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১

সাহস ডেস্ক

২০ বছর পর আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছে লক্ষাধিক মানুষ। কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা এসব মানুষ এবং শতাধিক সাংবাদিকদের আফগানিস্তানেই ফেলে এসেছে মার্কিন বাহিনী।

তাই যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত গণমাধ্যমে কাজ করা শতাধিক সাংবাদিক এখন চরম আতংকে দিন কাটাচ্ছেন। তালেবানদের আক্রমন থেকে পালিয়ে বেড়াচ্ছেন তারা। তালেবানরা ইতোমধ্যেই মার্কিনদের সহায়তাকারী আফগানদের তালিকা তৈরি করে হত্যাযজ্ঞ শুরু করেছে।  

মার্কিন গণমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল' জানিয়েছে, আফগানিস্তানে আটকে পড়া এসব সাংবাদিকের মধ্যে এমন শতাধিক গণমাধ্যমকর্মী রয়েছেন, যারা কাজ করতেন মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি লিবার্টির আফগান শাখা ও রেডিও ইউরোপে। তাদের পরিবারে রয়েছে চার শতাধিক সদস্য যাদের জীবন এখন হুমকির মুখে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট কাবুল বিমানবন্দর থেকে আমেরিকার শেষ বিমানটি আফগান ছাড়ে। তার আগে ১ লাখ ২৩ হাজার মার্কিন সেনা ও তাদেরকে সহায়তাকারী আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সাহস২৬.কম/জেএস/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত