হাইতির প্রেসিডেন্টকে নিজ বাসভবনে গুলি করে হত্যা

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ১৭:৩৭

সাহস ডেস্ক

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি নিজ বাসভবনে হত্যার শিকার হয়েছেন। আততায়ীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। বুধবার (৭ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সময় বুধবার ভোর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্ট লেডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। দ্বীপের বাকি অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত