চীনের সঙ্গে শত্রুতা বাড়াচ্ছেন ট্রাম্প

প্রকাশ : ১০ মে ২০১৯, ১৬:০৪

সাহস ডেস্ক

চীন বাণিজ্য আলোচনায় চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু'পক্ষের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হওয়ার আগে চীনের সঙ্গে শত্রুতা আরো বাড়িয়ে তুললেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করলে পাল্টা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, বেইজিং এমনটি জানানোর পর ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

চীনা পণ্যে আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। আর শুল্ক আরোপ করা হয়নি এমন ৩২ হাজার ৫শ ডলার মূল্যের পণ্যে খুব শিগগিরই ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

যে বাণিজ্য চুক্তির জন্য যুক্তরাষ্ট্র আলোচনা করছে তা ভঙ্গ করার জন্য চীনা নেতাদের অভিযুক্ত করেছেন ট্রাম্প। তবে দুই পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছে এবং তা বাণিজ্যযুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে।

কিন্তু ট্রাম্পের ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে শুল্ক্ক বৃদ্ধির ঘোষণা এবং নতুন শুল্ক্ক আরোপের কথা বলার পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত