টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১

সাহস ডেস্ক

প্রায় সাত মাস পর ওয়ানডে সিরিজের দেখা পেল বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সিরিজটি জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এমন সমীকরণ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে বোলিং পেয়েছে বাংলাদেশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

বাংলাদেশ শেষ ওয়ানডে খেলেছিল গত জুলাই মাসে। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে আফগানের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডে ফরম্যাটে ফিরেছে টাইগাররা। আফগানের বিপক্ষে সিরিজের এই তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।

সুপার লিগের পয়েন্ট হিসাব করেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা বিচার করা হবে। সে পথে অবশ্য বেশ এগিয়ে বাংলাদেশ। সুপার লিগের পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে টাইগাররা। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। এবার এই পয়েন্ট তালিকায় চূড়ায় ওঠার লক্ষ্য বাংলাদেশ দলের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে টপকে টেবিলের শীর্ষে উঠবে টাইগাররা। সঙ্গে প্রথম দল হিসেবে সুপার লিগের ১০০ পয়েন্টের মালিক বনে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান দল:
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত