জেমিসনের বোলিং তোপে ২১৭ রানে অলআউট ভারত

প্রকাশ : ২০ জুন ২০২১, ১৯:৫৩

সাহস ডেস্ক

বৃষ্টিবিঘ্নিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ তৃতীয় দিনে কিউই বোলার কাইল জেমিসনের তোপে অলআউট হয়েছে ভারত। মাত্র ২১৭ রান তুলেছে ভারত। জেমিসন একই নিয়েছেন ৫ উইকেট।

রবিবার (২০ জুন) সাউদাম্পটনের এজবাস্টনে ৩ উইকেটে ১৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল কোহলির দল।

বৃষ্টিবিঘ্নিত হলেও দ্বিতীয় দিনটা বেশ ভালোই কাটিয়েছিল ভারত। তৃতীয় দিন সকালে ৩ উইকেটে ১৪৬ রান নিয়ে খেলতে নামার পর কিউই পেসারদের আগুনে বোলিংয়ের মুখে পড়ে বিরাট কোহলির দল। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ৭ উইকেট হারায় ভারতীয়রা। লাঞ্চ বিরতির কিছুক্ষণ পর হলো অলআউট।

এর আগে প্রথম দিনের পুরোটা কেড়ে নিয়েছে বৃষ্টি। গতকাল দ্বিতীয় দিনও নির্ধারিত সময়ের প্রায় এক-তৃতীয়াংশ কেড়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টি শেষে টসে জিতে আগে ভারতে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। বৃষ্টিস্নাত পরিবেশ আর ইংলিশ উইকেট মিলিয়ে নিউজিল্যান্ডের পেসারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ভারতকে।

ব্যাট হাতে শুরুতে রোহিত শর্মা এবং শুভমান গিল বেশ ভালোই ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু ৬২ রানের মাথায় গিয়ে প্রথম উইকেপ পড়ে। এরপর ৮৮ রানের মাথায় পড়ে তিন উইকেট। ফিরে যান রোহিত শর্মা, শুভমান গিল এবং চেতেশ্বর পুজারা।

এরপর দিনের বাকি অংশ বেশ ভালোভাবেই কাটিয়ে দেন বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে। বৃষ্টির কারণে পুরো দিনের খেলা না হলেও সেই ৩ উইকেটে ১৪৬ রান নিয়েই দ্বিতীয় দিন শেষ করেছিল বিরাট কোহলিরা।

৪৪ রান নিয়ে কোহলি এবং ২৯ রান নিয়ে ব্যাট করছিলেন রাহানে। তৃতীয় দিন ব্যাট করতে নামার পর এই জুটি বেশিদূর যেতে পারেনি। বিরাট কোহলিকে দিয়েই উইকেট পতনের শুরু হয়। গতকালের স্কোরের সঙ্গে কোনো কিছু যোগ করার আগেই আজ কাইল জেমিসনের বলে এলবিডব্লু হয়ে গেছেন ফেরেন অধিনায়ক কোহলি। পরে আজিঙ্কা রাহানে আউট হন ৪৯ রান করে।

তার ৬ ওভার পরই অধিনায়কের পথে হেঁটেছেন ঋষভ পন্ত (৪)। দুজনকেই আউট করার আগে ভালোই ভুগিয়েছেন জেমিসন। ১৫৬ রানে পঞ্চম উইকেট হারিয়েছে ভারত।

এরপর রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা মিলে ২৩ রানের একটি জুটি গড়েন। এই ২৩ রানের ২২ রান করে ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন। ইশান্ত শর্মা করেন ৪ রান। জসপ্রিত বুমরাহ ফিরে যান কোনো রান না করেই। শেষ উইকেট হিসেবে আউট হন রবীন্দ্র জাদেজা, ১৫ রানে।

কাইল জেমিসন ২২ ওভার বল করে ১২টি মেডেন নেন। ৩১ রান দিয়ে নেন ৫টি উইকেট। নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট নেন ২টি করে উইকেট এবং বাকি ১টি উইকেট নেন টিম সাউদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত