চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রথমবারেই ফাইনালে সাইফ স্পোর্টিং

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২১, ২০:৩৪

সাহস ডেস্ক

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দুর্দান্ত জয়ে ফেডারেশন কাপে প্রথমবার এসেই ফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আজ বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে গেল সাইফ স্পোর্টিং। ম্যাচে গোল ৩টি করেছেন ইম্যানুয়েল এরিওয়াচুকু, ইকেচুকু কেনেথ ও ইয়াসিন আরাফাত। 

এদিন পুরো ম্যাচে একক আধিপত্য বিস্তার করে সাইফ স্পোর্টিং। আক্রমণাত্মক ফুটবল খেলেতে থাকা সাইফ স্পোটিংয়ের সামনে বাধা হয়েই দাঁড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। শুরুতেই এগিয়ে যায় সাইফ। ম্যাচের অষ্টম মিনিটে সিরোজুদ্দিন রাখমাতুল্লায়েভের ফ্রি-কিক থেকে বল পেয়ে দূরূহ কোণ থেকে বাঁ পায়ের ভলিতে চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়ান নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল আরিয়াচুক।

পরে প্রথামার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ স্পোটিং ক্লাব।

দ্বিতীয়র্ধে ফিরে এসে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বন্দর নগরীর দলটি। কিন্তু কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি, বরং ফের পিছিয়ে যায় দলটি। ম্যাচের ৭১ মিনিটে ডানদিক দিয়ে সহজে আক্রমণে ওঠে আসেন সাইফ স্পোটিংয়ের আরিফুর। তার বাড়িয়ে দেওয়া বল প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের ভলিতে নগরীর জালে জড়িয়ে সাইফকে ফের এগিয়ে দেন ইকেচুকু কেনেথ। এতে দুর্বল হয়ে পরে আবাহনী।

পরে ম্যাচের ৭৬ মিনিটে মিডফিল্ডার আল আমিনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর মিডফিল্ডার অধিনায়ক আইভরি কোস্টের চার্লস দিদিয়ের।

অবশ্য বড় ক্ষতি হয়েছে সাইফ স্পোর্টিংয়েরও। দিদিয়ের ফাউল করাটা এত গুরুতর ছিল যে, আল আমিনকে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অধিনায়ককে হারিয়ে দুর্বল হয়ে পড়া চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্যবধান বাড়ানোর সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে সাইফ স্পোর্টিং। ম্যাচের শেষ মুহূর্তে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে চট্টগ্রাম আবাহনীর জাল খুঁজে নেন আরাফাত। অবশেষে ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে ২০১৭ সালে ফেডারেশন কাপের ফাইনালিষ্টরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-আবাহনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত