বার্সেলোনাকে আটকে দিলো সেভিয়া

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২০, ১৩:২৭

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক বার্সেলোনাকে আটকে দিলো সেভিয়া। অবশেষে কৌতিনিওর গোলে ড্র করে ফিরল কাতালানরা।

রবিবার (৪ অক্টোবর) ক্যাম্প ন্যুয়ে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

এদিন শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৭ মিনিটে বার্সেলোনা রক্ষণের ভুলে সেভিয়াকে এগিয়ে দিয়েছেন লুক ডি ইয়ং। গোল উপহার পেয়ে প্রতিদান দিতে ভোলেনি সেভিয়া। তার তিন মিনিট পরই হেসুস নাভাসের সুবাদে বল পেয়ে যান ফিলিপে কুতিনিও। এক বছর পর বার্সেলোনার জার্সিতে গোল করলেন ক্লাবের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এতে ১-১ গোলে সমতায় ফেরে বার্সা।

রোনাল্ড কোম্যানের অধীনে আলো ছড়াচ্ছেন কুতিনিও। এ নিয়ে লিগে তিন ম্যাচে তিনটি গোলে সরাসরি অবদান রাখলেন এই প্লেমেকার। ধারে বায়ার্ন মিউনিখে যাওয়ার আগে তিনটি গোলে অবদান রাখতে ২৪ ম্যাচ খেলতে হয়েছিল তাকে। কোম্যানের ফরমেশনে মাঠের দশ নম্বর পজিশন ফিরে পাওয়াটা যে ভালো দাওয়াই হিসেবে কাজ করছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কুতিনিওর ফর্মে ফেরাও বার্সাকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের বাকি সময়ে শত চেষ্টার মাঝেও গোলের দেখা পায়নি বার্সা। অবশেষে এই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

এই ড্রয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে আছে সেভিয়া। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪র্থ স্থানে আছে ভিয়ারিয়াল। ভিয়ারিয়ালের সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল বেটিস। ৪ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত