করোনাভাইরাস: বন্ধ হবে না বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ!

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১৫:০০

সাহস ডেস্ক

যেখানে প্রাণঘাতী করোনাভাইরাস থমকে দিয়েছে পুরো বিশ্বকে। যেখানে স্থগিত হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল মতো বড় বড় লিগ, যেখানে প্রায় চার সপ্তাহ ধরে মাঠে নেই লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমার-মোহামেদ সালাহরা, সেখানে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ বীরত্বের সহিত চালু রেখেছে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ।

ইতালি-স্পেন-ফ্রান্সের মতো উন্নত দেশে যখন করোনার কারণে দিনের পর দিন ভারী হচ্ছে মৃত্যুর মিছিল, তখন স্টেডিয়াম ভর্তি দর্শকে বেশ দাপটের সঙ্গে চলছে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ।

ইউরোপের একমাত্র দেশ হিসেবে শীর্ষ ফুটবল লিগ স্থগিত করেনি রাশিয়ার প্রতিবেশিরা। আজব এই দেশটি ফুটবল কর্তারা মনে করেন লিগ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এমনটি জানিয়েছেন বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সের্গেই ঝারদেস্কি।

সর্বশেষ তথ্য অনুযায়ী বেলারুশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৪৪০, যেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন।

এদিকে এতদিন না হলেও অবশেষে বেলারুশ সরকার সাংস্কৃতিক ও ক্রীড়াসহ আন্তর্জাতিক সব ইভেন্ট ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করে। কিন্তু এখনও বেঁকে আছে বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশন।

সংস্থাটির প্রধান জানান, ‘ঘরোয়া ফুটবল লিগ ঠিকই চলবে। আমরা প্রতিদিন পরিস্থিতি বিবেচনা করছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে। এখন লিগ বন্ধ করার কোনো কারণ দেখছি না।’

এর আগে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রোর জেনারেল সেক্রেটারি জন্স বেয়ার-হফম্যান বেলারুশকে লিগ বন্ধের আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত