চম্পা ও সুহেলী

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১৭:৫৫

আশরাফ উদ্দিন আহাম্মদ

চম্পা বলে, এই সুহেলী
ঈদের আছে কয়েকদিন
বাজার করা কেনাকাটার
পাচ্ছিনাতো কোন চিন।


মনটা যে তোর খারাপ লাগে
কি হয়েছে বলনারে---
অভাব তো তোর নাই কিছুতে
দু:খ কিসের অন্তরে ?


আর বলিসনা চম্পামনি
মনের দু:খ বলবো কই,
 ভাইয়া দিছে একটা জামা
মামায় দিছে দুই।


আপু দিছে কসমেটিক্স সেট
সব অবশ্য বিদেশী,
দুলাভাইটা আংটি কিনে
বলছে,  স্বর্ণের দাম বেশী।


আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে
মা করিছে দিন ক্ষেপন,
বাবা ছাড়া এই জীবনে
আর বুঝি কেউ নেই আপন।


সুহেলী কয়, চম্পা এবার
আমার কথা থাক,
তুই মার্কেটিং কি করেছিস
এবার সেটা জানা যাক।


চম্পা হেসে কয়, সুহেলী
গরীব মানুষ চিনিস?
ঈদ উৎসব কিংবা পূজায়
দেয়না নতুন জিনিস।


পেট ভরিয়া দু'মুটো ভাত
দুবেলা পায় যদি,
এতেই তাদের পেট ভরে যায়
অনন্ত অবদি।


একটা নতুন জামা পেলে
আনন্দ না ধরে,
হাসির হিল্লোল যায় যে খেলে
সারা বাড়ি জুড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত