মাসুম আওয়াল-এর ছড়া : উঁই পোকা

মাসুম আওয়াল

প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৫:৩৮

সাহস ডেস্ক
ছবি: মাসুম আওয়াল-এর ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত

উঁই পোকারে উঁই পোকা,
এমন কেনো তুই পোকা?
কাটিস কেন পড়ার বই?
আমার সাধের ছড়ার বই।

মজার খাবার বানিয়ে-
রাখবো, সেসব খা নিয়ে
মন্ডা মিঠাই ছোলা-বুট
রসমালাই  চা বিস্কুট।

মন ভরে আয় খাবি খুব,
দেখিস মজা পাবি খুব।
বই কেনো ছাই, আহার তোর
দেখছি রূপের বাহার তোর।

বই খেয়ে খুব পাতলা তুই
আয় খাবি রুই কাতলা তুই
করিস না আর খুটুর খুট
কাটিস না বই কুটুর কুট।

উঁই পোকারে উঁই পোকা,
এমন কেনো তুই পোকা?

ছড়াকার মাসুম আওয়াল ছন্দ নিয়ে খেলা করেন। ছন্দ দিয়ে শব্দের মালা গেঁথে ছড়ার সুবাস ছড়ান মনে-প্রাণে। তাঁর জন্ম ১৯৮৬ সালে, রাজশাহী। তিনি তড়িৎকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তাঁর প্রকাশিত বই সংখ্যা ৯টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত