মেঘবালিকার পণ

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৯:২৯

গোলাম রব্বানী টুপুল

আকাশ-ভরা মেঘের খরা
মেঘের বাড়ি দূরে
দেশটা জুড়ে বেজায় গরম
ফসল যাচ্ছে পুড়ে।

খালে বিলে জলের খরা
মাছের কপাল পোড়ে
মরুর দেশের লু-হাওয়া সব
বইছে জোরে-সোরে।

দেশটা ভরা বৃক্ষ ছিল
খালে বিলে জল
সব খেয়েছে সব নিয়েছে
মানব দানার দল।

মেঘবালিকা উদাস মনে
তাই করেছে রাগ
আর এদেশে নামবে না সে
দেশটা চুলোয় যাক।

আবার যদি বানায় ওরা
বৃক্ষ-রাজির বন
তবেই নাকি ভাঙবে তাহার
কঠিনতর পণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত