x

এইমাত্র

  •  চলে গেলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ
  •  ভার্চুয়াল কোর্টের ছয় কর্মদিবসে জামিন পেলেন ১২ হাজার ২৫৮ হাজতি
  •  লকডাউনে অসচ্ছল মানুষকে সহায়তায় বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ

বেড়েছে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ১৩:১১

সাহস ডেস্ক
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে গেছে আরও কিছুটা। বেড়ে গেছে শীতের প্রকোপ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন এই অবস্থা বিরাজ করবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে নওগাঁ আবহাওয়া অফিসের টেলি প্রিন্টার অপারেটর রিপন আহম্মেদ এ তথ্য জানান।  

রিপন আহম্মেদ বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। গত তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দুই তিন এই তাপমাত্রাই থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে চলতি মাসে খুব বেশি তাপমাত্রা বাড়বে না। শৈত্যপ্রবাহ আর কয়েকদিন থাকবে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৬, ময়মনসিংহে ১২ দশমিক ৪, চট্টগ্রামে  ১৭, সিলেটে ১২ দশমিক ৮, রাজশাহীতে ৮ দশমিক ৫, রংপুরে  ৯ দশমিক ৫, খুলনায় ১৫ দশমিক ৫ এবং বরিশালে  ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত