নিম্নমানের সিনেমা, হল বিমুখ দর্শক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২০, ১৫:৩২

জুবাইর হোসাইন সজল

হলগুলোতে সব সময়ই চলছে কোনো না কোনো সিনেমা। কিন্তু তাও দিন দিন হল বিমুখ হয়ে পড়ছেন দর্শক, অভিযোগ নিম্নমানের সিনেমা। 

শুধু দর্শক থেকেই নয়, বেশ কিছু হল মালিকদের থেকেও আসছে একই অভিযোগ।

এদিকে করোনা পরবর্তী সময়ে হল গুলো খোলার পর প্রথমেই মুক্তি পায় নিম্ন মানের সিনেমা 'সাহসী হিরো আলম'। যা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।  প্রায় ৩০টি সিনেমা সেই সময় মুক্তির অপেক্ষায় ছিলো, যার মাঝে বেশ কিছু উন্নতমানের সিনেমাও ছিলো। হিরো আলমের সেই চলচ্চিত্রটি পুরো দেশে একত্রে প্রায় ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। নিম্নমানের এমন সিনেমা হলে মুক্তি দিতে নারাজ ছিলেন বেশ কিছু হল মালিক।

২০২০ শেষ প্রায়, এই সময়ও আগামী ২৫ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আরো একটি নিম্নমানের সিনেমা এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত 'আমি তোমার রাজা, তুমি আমার রানী'। সিনেমাটিতে অভিনয় করেছেন আদনান আদি ও তানিন সুবহা নামে নবাগত দুই নায়ক-নায়িকা। এই সিনেমার ট্রিজার যখন ইউটিউবে মুক্তি দেয়া হয় তখনই দর্শকদের বিভিন্ন সমালোচনার মুখে পড়ে ট্রিজারটি। 

বাংলাদেশের সিনেমা হল গুলো দিন দিন বিপর্যয়ে পড়ছে, আর্থিক লোকসানের ফলে বন্ধ হয়ে যাচ্ছে হল গুলো। বছর দুয়েক আগেও বাংলাদেশে সচল সিনেমা হলের সংখ্যা ছিলো ২৬০টি, বিশেষ দিন গুলোতে সেই সংখ্যা ৩০০ অতিক্রম করতো। কিন্তু চলতি বছরে সেই সংখ্যা এসে দাড়িয়েছে মাত্র ৬২তে। 

নব্বই দশকে যেখানে সারা দেশে হলের সংখ্যা ছিলো প্রায় ১ হাজার ৪৩৫ টি। সেখানে আজ হল গুলোর সংখ্যা এভাবে দিন দিন কমতেই আছে। বর্তমান সময়ে দেশের ২৫টি জেলায় কোনো সিনেমা হল নেই।

নিম্ন মানের সিনেমা গুলোই মূলত এর জন্য দায়ী করছে চলচ্চিত্র বিশেষজ্ঞরা। বেশ কিছু উন্নত মানের চলচ্চিত্র মুক্তি পেলেও ব্যাবসা সফল হতে বেগ পেতে হচ্ছে বেশ। এছাড়াও তেলেগু, তামিল, হলিউড, বলিউড, কোরিয়ান সহ ইত্যাদি সিনেমাগুলো থেকে গান, সুর, একশন কিংবা গল্প চুরি করার অভিযোগতো সব সময়ই থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত