সীতাকুণ্ডে বস্তিবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, আনসার সদস্যসহ আহত ১০

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৩

সাহস ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বস্তিবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে আনসার সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) উপজেলার জঙ্গল সলিমপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জন হলেন- আনসার সদস্য বাবলু মন্ডল (২৮), বস্তিবাসী মো. আলীরাজ হোসেন (২৬), আমেনা বেগম (৩৫), আমেনা বেগম (৫০), মো. পারভেজ ও মো. রসুল (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সলিমপুরের আলী নগরে র‌্যাবের একটি ক্যাম্প হবে। মূলত জায়গাটা দেখার জন্য বৃহস্পতিবার বিকালে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি আবুল কালাম বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা জায়গা পরিদর্শনে এলে তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে আলীনগরের অবৈধ বাসিন্দারা। এরপর আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ি।

গত ৩০ আগস্ট জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়। একইসঙ্গে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে জায়গা খালি না করলে আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে আল্টিমেটাম দেয় জেলা প্রশাসন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত