প্রাইভেট কারের ধাক্কায় ‘চবি’ শিক্ষক নিহত

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭

সাহস ডেস্ক

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে ১নং গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব হোসেন (৪১) চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি চবির শিক্ষক ডরমিটরি বিসি হলে থাকতেন। তার বাবার নাম ইমাম হোসেন।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ বলেন, ‘আমরা বিকট একটা আওয়াজ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি, স্যার রাস্তায় পড়ে আছেন। উনি যেখানে পড়ে ছিলেন, সেখান থেকে ২০-৩০ হাত দূরে তার বাইকটি পড়ে ছিল।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী রাস্তার বিপরীত দিক থেকে এসে ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১টার দিকে তিনি মারা যান। প্রাইভেট কার ও চালককে আটক করা হয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত