মাঘের বৃষ্টিতে বিপাকে আলুচাষিরা

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৭

সাহস ডেস্ক

মাঘে আষাঢ়ের মতো টানা একদিনের বৃষ্টিতে রাজশাহীর তানোরে আলুর ক্ষেতে ব্যাপক পানি জমেছে। জমে থাকা পানির কারণে আলুর ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আর কিছু দিন পরই আলু তোলার সময়।

বৃষ্টির কারণে আলুর জমি এখন পানির নিচে। এ অবস্থায় যদি ৩-৪ দিন থাকে, তাহলে আলু পচে নষ্ট হতে পারে বলে মনে করছেন আলু চাষিরা।

উপজেলার নারায়ণপুর গ্রামের আলু চাষি মুকুল কবির বলেন, ‘এবার তের বিঘা জমিতে আলু চাষ করেছি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে আলুর জমিতে পানি জমেছে। জমিতে থাকা পানিগুলো বের করার চেষ্টা করছি। পুনরায় বৃষ্টি হলে আলু পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হতে পারে।’

আলুচাষি ইসাহাক আলী, মতিউর রহমানসহ একাধিক কৃষক জানান, আলু উঠতে এখনও মাস খানেক দেরি হবে। এছাড়া আগাম আলু পাইকারি বিক্রি হচ্ছে ৭থেকে ৮টাকা কেজি। একদিকে আলুর দাম কম অন্যদিকে টানাবৃষ্টি। আর একদিনের বৃষ্টিতে ক্ষেতে পানি জমে যাওয়ায় আমরা বিপাকে পড়েছি।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমুল ইসলাম জানান, এ উপজেলাতে ১৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। যারা দুই একদিনের মধ্যে জমিতে সেচ দিয়েছেন তাদের এই বৃষ্টির পানিতে ক্ষেতে ক্ষতি হবে। তবে যারা সেচ দেননি তাদের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। কারণ কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাহস২৪.কম/এবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত