আফগানিস্তানে আত্মঘাতি হামলায় প্রাদেশিক গভর্ণর নিহত

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৬:০০

আন্তর্জাতিক ডেস্ক
ছবি- সংগৃহীত

আফগানিস্তানে আত্মঘাতি হামলায় একজন অস্থায়ী প্রাদেশিক গভর্ণর নিহত হয়েছেন। কর্মকর্তারা এ খবর জানান।

ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা একই ধরনের হামলায় ওই অঞ্চলের একজন পুলিশ প্রধান নিহত হওয়ার কয়েক মাস পর মঙ্গলবার নতুন এ হামলার ঘটনা ঘটল।

বাদাখশানের অস্থায়ী গভর্ণর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক রাজধানী ফায়জাবাদে এ হামলার ঘটনা ঘটে। নিসার আহমেদ আহমাদি গত মাসে ডেপুটি গভর্ণর থেকে অস্থায়ী গভর্ণর হয়েছিলেন।

হামলায় গাড়ির চালক নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।

মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটলেও আইএস এখনও হুমকি হিসেবে রয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত