পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ভূপাতিত- দাবি রাশিয়ার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ২৩:১২

সাহস ডেস্ক

রাশিয়া দাবি করছে, পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের চালান নিয়ে ইউক্রেনে নামার আগেই একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে তারা। শনিবার (১৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভকে উদ্ধৃত করে বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। তবে মস্কোর

এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কারভাবে জানা যায়নি। শনিবার ইউক্রেইনের সামরিক বাহিনী ও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন জেনারেল কনাশেনকভ। রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট লজোভায়া ও ভেসেলায়ার ওপর দুটি ড্রোনও ভূপাতিত করেছে বলে জানিয়েছেন তিনি।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত