লড়াইয়ে বিপর্যস্ত কিছু এলাকায় ১২ ঘন্টার যুদ্ধবিরতি রশিয়ার

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ১৯:৩১

সাহস ডেস্ক

যুদ্ধে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় থাকা কিছু অঞ্চলের বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘন্টার জন্য একটি যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে রাশিয়া বলে জানিয়েছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক।

এগুলো হচ্ছে রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ. চেরনিহিভ, সুমি ও মারিউপোল। এসব শহর থেকে বেরিয়ে যাবার মানবিক করিডোরগুলো স্থানিয় সময় বুধবার (৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।

রয়টার্স জানিয়েছে, এসব শহরে কয়েক লাখ লোক লড়াইয়ের কারণে খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের অভাবের মধ্যে আটকা পড়েছে।

উত্তরপূর্বের সুমি শহরের মেয়র বলেছেন, সেখান থেকে লোকজন ইতোমধ্যেই গাড়িতে করে বেরিয়ে যেতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত