রাশিয়ার কর্মকাণ্ড ‘গণহত্যার’ সামিল: ইউক্রেন প্রেসিডেন্ট

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৬

সাহস ডেস্ক

রাশিয়ার আগ্রাসনকে ‘গণহত্যার’ সামিল বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এ কথা বলেছেন জেলেনস্কি। এ খবর জানিয়েছে রয়টার্স।

ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমা বর্ষণ করতে যাচ্ছে। তারা আরো বেশি চতুরতার সাথে আমাদের শিশুদের হত্যা করতে যাচ্ছে। আমাদের ভূমিতে একটি অশুভ শক্তি এসেছে, যাকে অবশ্যই ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড ‘গণহত্যার’ সামিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত