তালেবান সরকার গঠনের গুরুত্বপূর্ণ সময়ে কাবুলে পাকিস্তান গোয়েন্দাপ্রধান

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৫

সাহস ডেস্ক

আফগানিস্তানে স্থায়ী তালেবান সরকার ঘোষণার কথা ছিল গতকাল শনিবার  (৪ সেপ্টেম্বর)। কিন্তু ওই দিন  সরকার কাঠামো ঘোষণা করা হয়নি। গুঞ্জন চলছে তালেবানদের মাঝে ক্ষমতার অন্তকোন্দলের কারণে পূর্ণ সরকার ঘোষণা করতে পারছে না তালেবান। এ নিয়ে তৃতীয়বারের মতো পেছালো তালেবানদের সরকার ঘোষণার নির্ধারিত তারিখ।

এমনই পরিস্থিতিতে গতকাল কাবুল সফরে গেলেন পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জেনারেল ফাইজ হামিদ। গুঞ্জন আছে তালেবানদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুরাহা করতেই কাবুলে তিনি।

পাকিস্তানের গণমাধ্যম সূত্র অনুযায়ী, শনিবার সকালে একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে আইএসআই প্রধান কাবুল সফরে যান। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলোনিউজ জেনারেল হামিদের কাবুল সফরের একটি ছবি প্রকাশ করেছে।

তালেবানদের আমন্ত্রণেই এদিন ফাইজ হামিদ আফগান সফরে যান বলে ঘোষণা করে করা হয়েছে। তালেবানদের কাবুল দখলের পর তিনি প্রথম আফগান সফরকারী পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তা। 

সফরকালে আইএসআই প্রধান তার তালেবানি সমকক্ষ নাজিবুল্লাহসহ সংগঠনটির অন্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। 

সাহস২৪.কম/জেএস/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত