অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

প্রকাশ : ২৯ মে ২০২১, ১৫:২৫

সাহস ডেস্ক

গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাব রাজ্যে বসবাসকারী বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানি অমুসলিমদের (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

শনিবার (২৯ মে) ভারতের জিনিউজ টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এসব রাজ্যে বসবাসকারী উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ২০১৯-এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া করা শুরু করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে, ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত