রাখাইনে শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী

প্রকাশ : ০২ মার্চ ২০২০, ১৫:০৮

সাহস ডেস্ক

মিয়ানমারের রাখাইনে শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন রোহিঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন রাখাইনের স্থানীয় সাংসদ তুন থার সেইন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

তুন থার সেইন জানান, শনিবার ঐতিহাসিক ম্রাউক উ শহর অতিক্রমকালে মিয়ানমার সেনাবাহিনীর ওপর হামলা চালায় বিদ্রোহীরা।

আরাকান আর্মির মুখপাত্র খিনে থু খা মিয়ানমার সেনাবাহিনীকে অভিযুক্ত করে বলেন, সেনাবাহিনীর আর্টিলারি শেলের আঘাতে বু টা লোন গ্রামে ৪ রোহিঙ্গার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।

এই বিষয়ে রয়টার্স মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটেও এ সম্পর্কিত কোনও খবর দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত