করোনায় জাপানে প্রমোদতরীতে আক্রান্ত ১৭৫ জন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৩

সাহস ডেস্ক

জাপানের ইয়োকোহামা বন্দরে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে প্রমোদতরীটির ১৭৫ জনের দেহে করোনাভাইরাসের সন্ধান মিলল।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্যাটসুনোবু কাটো বলেন, নতুন ৫৩ টি পরীক্ষার ফলাফলের মধ্যে ৩৯ জনের শরীরে এ ভাইরাসের সন্ধান মিলেছে।

বিবিসি’র তথ্যা অনুযায়ী, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রায় তিন হাজার ৭০০ আরোহী নিয়ে চীনের উপকূল অতিক্রম করে ডায়মন্ড প্রিন্সেস নামের বিশাল প্রমোদতরী। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত এক সপ্তাহ ধরে প্রমোদতরীটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনো সেখানে যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

গত ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। প্রতিষেধকবিহীন এ ভাইরাসে চীনে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পযর্ন্ত চীনে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন এক হাজার ১৪ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৮ জন।

সূত্র- সিএনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত