ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:২৫

সাহস ডেস্ক

ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি হঞ্চারুক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে নিজের পদত্যাগপত্র জমাও দিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কিকে নিয়ে প্রধানমন্ত্রী ওলেকসি হঞ্চারুকের সমালোচনার একটি অডিও হওয়ার ঘটনায় প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের জের ধরে তিনি পদত্রাগ করলেন।

প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর ফেসবুক পোস্টে ওলেকসি বলেন, আমি প্রেসিডেন্টকে সম্মান করি। আমি তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আশা করছি তিনি এটি পার্লামেন্ট তুলে ধরবেন।

দেশের চলমান মুদ্রাস্ফীতি সঙ্কট নিয়ে ইউক্রেনের ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে একটি নিয়মিত বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী ওলেকসি। ইউক্রেনের সরকারি ওয়েবসাইডে ওই বেঠকের খবর প্রকাশিত হওয়ার মাত্র একদিন পরেই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া গেলো।

ফাঁস হওয়া ওই অডিওতে দেয়া বক্তব্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি ওলেকসি। প্রেসিডেন্ট জেলেনস্কিও এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত