সুইডেনে ধূমপানমুক্ত করতে নতুন আইন

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৪:২৫

আগামী ছয় বছরের মধ্যে ধূমপানমুক্ত সুইডেন গড়ার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। এই আইনে নিষেধাজ্ঞার আওতায় ই-সিগারেটকেও রাখা হয়েছে।

এ লক্ষ্যে এবার থেকে খেলার মাঠে, বাস স্টপেজ ও রেলস্টেশনসহ বেশ কয়েকটি স্থানে ধূমপান নিষিদ্ধ করা হযেছে।

আগামী ১৩ জুলাই (শনিবার) থেকে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান মতে, সুইডেনে সিগারেট উৎপাদনের তুলনায় প্রাত্যহিক ধূমপায়ীদের সংখ্যা আনুপতিকভাবে কমছে।

নতুন এই আইনটি কার্যকর হওয়ার আগের রাতে সুইডেনের অন্যতম রাজনৈতিক দল লিবারেল পার্টির চেয়ারম্যান জোয়ার ফরসেল এমন পোশাক পরেন, যা দেখতে অনেকটা সিগারেটের মতো।

এদিকে সরকারের এমন উদ্যোগকে অধিকাংশ সুইডিশ নাগরিক স্বাগত জানালেও সমালোচনা করছে অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত