বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ঠিক করে দিল আমিরাত

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ১৯:৪৫

সাহস ডেস্ক

নিজেকে নিংড়ে দিলেন ডেভিড ভিসে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি আগ্রাসী হাফসেঞ্চুরি করলেন। দারুণ জুটিতে তাকে সঙ্গ দিলেন রুবেন ট্রাম্পলম্যান। তারপরও স্বপ্ন অধরা থেকে গেল নামিবিয়ার। তাদের বিদায়ে চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। সমীকরণটা ছিল এমন-প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল খেলবে সুপার টুয়েলভে গ্রুপ টুতে, যেখানে বাংলাদেশও আছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জিলংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তাদের প্রথম জয়। এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া। এতে বিফলে যায় ভিসের ৩৬ বলে ৫৫ রানের ইনিংস।

আমিরাতের জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে তারা খেলবে এক নম্বর গ্রুপে। সেখানে আগে থেকেই আছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। দুই নম্বর গ্রুপে জায়গা পেয়েছে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস। সেখানে বাংলাদেশের পাশাপাশি তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে আছে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে লঙ্কানদের পয়েন্ট ৪। সমান ম্যাচে সমান পয়েন্ট ডাচদেরও। তবে তারা রান রেটে পিছিয়ে। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে ১৬ রানে তারা হেরে যায় শ্রীলঙ্কার কাছে। রান রেটে এগিয়ে থাকায় ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছে নামিবিয়া। তলানিতে থাকা আরব আমিরাতের পয়েন্টও ২। আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ড। হোবার্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত