হ্যারি কেনের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ০৪:০০

সাহস ডেস্ক

হ্যারি কেনের জোড়া গোলে ইউক্রেনকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপের পর আবারও বড় কোনো আসরের শেষ চারে পৌঁছাল ইংলিশরা।

শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে স্তাদিও অলেম্পিও স্টেডিয়ামে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছে গ্রেথ সাউথগেটের শিষ্যরা। জোড়া গোল করেন হ্যারি কেন এবং একটি করে গোল করেন হ্যারি ম্যাগুয়ের ও জর্দান হেন্ডারসন।

টুর্নামেন্টের শুরুতে ইংল্যান্ড যেন একঘেয়ে হয়েছিল। খুঁজে পাওয়া যাচ্ছিলনা তাদের। তবে সেই খোলস থেকে বেড়িয়ে নিজেদের ভয়ঙ্কর রূপ দেখাল ইংলিশরা। এর সুবাদে শুরুতেই এগিয়ে গেল তারা। ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন।

এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ফিরে ৫০ মিনিটে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করে হ্যারি কেন। পরে ৬৩ মিনিটে শেষ গোলটি করেন জর্দান হেন্ডারসন। তার আগে ৪৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হ্যারি ম্যাগুয়ের।

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আরেক সেমিফাইনালে ইতালির বিপক্ষে খেলবে স্পেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত