বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সফরসূচি

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০০:০১

সাহস ডেস্ক

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজের অংশ নিতে আমাগী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে পূর্ণাঙ্গ এই সফর। তার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। টেস্টে ম্যাচের পর ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জুলাই থেকে শুরু হয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২৭ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে। সিরিজের সব ম্যাচগুলো হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে তবে খেলোয়াড়দের খেলতে হবে দর্শকশূন্য মাঠে।

পূর্ণাঙ্গ সফরসূচি:

একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত