লঙ্কাদের ব্যাটিংয়ে তাসকিনের তৃতীয় আঘাত

প্রকাশ : ২৮ মে ২০২১, ১৫:১৯

সাহস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমেই ঝড়ো শুরু করেছিল লঙ্কানরা। তবে তাদের ঝড়ো ব্যাটিংয়ে আঘাত এনেছেন তাসকিন আহমেদ। নিয়েছেন একাই তিন উইকেট।

শুক্রবার (২৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ সুপার লিগে তিন ম্যাচের শেষ ম্যাচে টসে জিয়ে আগে ব্যাটিং করছে শ্রীলঙ্কা।

এদিন ঝড়ো গতিতে শুরু করা লঙ্কান ওপেনাররা প্রথম জুটিতেই করেছেন ৮২ রান। তখনই তাসকিনের আঘাত। দলীয় ১১.২ ওভারের সময় দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করেন সাজঘরে ফেরান তাসকিন। ৩৩ বলে ৫ চার ১ ছক্কায় ৩৯ রান করেন দানুশকা। একই ওভারের শেষ বলে ওয়ানডাওনে নামা পাথুম নিশাকানাকে শূন্য রানে ফেরান তাসকিন।

এরপর কুশাল মেন্ডিস নেমে আরেক ওপেনার কুশাল প্যারেরার সাথে জুটি বাঁধে। তাদের জুটিতে দেড়শ রান পার করে শ্রীলঙ্কা। তখনই আবারও আঘাত হানে তাসকিন। দলীয় ১৫১ রানের মাথায় ২৫.২ ওভারের সময় কুসাল মেন্ডিসকে তামিমের তালুবন্দী করে ফেরান তাসকিন। ৩৬ বলে ১ ছক্কায় ২২ রান করে ফেরেন কুশাল ম্যান্ডিস।

অপরাজিত থাকা কুশাল প্যারেরাকে সঙ্গ দিতে নেমেছে ধনঞ্জয়া ডি সিলভা। কুশাল প্যারেরা ৯২ বলে ১০ চার ১ ছক্কায় ৯৫ রান নিয়ে অপাজিত আছেন। সিলভা ৪ রান নিয়ে অপরাজিত আছেন। তাসকিন আহমেদ একাই নিয়ে ৩টি উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে শ্রীলঙ্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত