বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সূচি

প্রকাশ : ০৫ মে ২০২১, ১৭:৪৮

সাহস ডেস্ক

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে এসেছে বাংলাদেশ। এবার ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। আগেই নির্ধারিত এই সিরিজের সময়-সূচি আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

আগামী ১৬ মে বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে তারা।

এর আগে প্রথম ওয়ানডের সম্ভাব্য দিন-তারিখ হিসেবে ধরা হয়েছিল ২২ মে। আজ বুধবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ওয়ানডে হবে ২৩ মে।

প্রথম ম্যাচটি হবে ২৩ মে, দ্বিতীয় ম্যাচটি হবে ২৫ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৮ মে। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রি। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজের আগে ২১ মে সাভারে বিকেএসপিতে নিজেদের মধ্যে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২১ মে ওয়ানডে প্রস্তুতি ম্যাচ বিকেএসপি সকাল ৯টা
২৩ মে প্রথম ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি
২৫ মে দ্বিতীয় ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি
২৮ মে তৃতীয় ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি

এর আগে শ্রীলঙ্কায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হেরেছে ২০৯ রানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত