রেকর্ড ভাঙায় রোনালদোকে পেলের অভিনন্দন

প্রকাশ : ১৫ মার্চ ২০২১, ১৬:৫৬

সাহস ডেস্ক

চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোনালদোর ভুলে ছিটকে গেছে জুভেন্টাস। যদিও দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের ড্র করেও অ্যাওয়ে গোলের কারণে কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি আন্দ্রেয়া পিরলোর দল। এরপরই রোনালদোকে নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। তবে কাল লিগ ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন পর্তুগিজ তারকা এই সুপারস্টার। আর এই হ্যাটট্রিকে পেলেক ছাড়িয়ে গেলেন রোনালদো। এরপরেই নিজেকে সর্বোচ্চ গোলদাতা দাবি করা পেশাদার ফুটবলার ব্রাজিলীয়ান কিংবদন্তি পেলে নিজেই অভিবাদন জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

ইনস্টাগ্রামে এক পোস্টে তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদোর প্রতি লিখেছেন, ‘অফিশিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙায় অভিনন্দন।’

যদিও পেলের গোলের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক আছে। অনেকেরই বিশ্বাস, পেলেকে বেশ আগেই টপকে গেছেন রোনালদো। যেহেতু পেলের গোলসংখ্যার সঠিক কোনো হিসাব নেই। তবুও পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের সিংহাসনটা ধরে রাখার চেষ্টা করেছেন ব্রাজিলীয় কিংবদন্তি। তবে বিশ্লেষকেরা নানা তথ্য–উপাত্ত খুঁজে একটা নিশ্চিত সংখ্যা বের করার চেষ্টা করছেন। এদিকে আরেক কিংবদন্তি জোসেফ বাইকানের গোলসংখ্যার সঠিক সংখ্যা নিয়েও বিতর্ক আছে।

গতকাল দিবাগত রাতে সিরি ‘আ’ লিগে কালিয়ারির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে জুভেন্টাস। ৩২ মিনিটের মধ্যে ‘পারফেক্ট’ (মাথা ও দুই পায়ের ব্যবহারে করা গোলে) এক হ্যাটট্রিক করেন রোনালদো। ক্যারিয়ারে এটি তার ৫৭তম হ্যাটট্রিক, সিরি ‘আ’ তে দ্বিতীয়, প্রথমটা কালিয়ারির বিপক্ষেই এসেছিল। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে তিনটি হ্যাটট্রিক বেশি করলেন রোনালদো। কিন্তু এসবের চেয়েও জুভেন্টাস তারকাকে বেশি আনন্দ দেবে পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া, যেখানে পেলেকে টপকে গেলেন পর্তুগিজ তারকা।

পেশাদার ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সঠিক হিসাব নেই ফিফার কাছে। ফুটবলের ইতিহাস, বই-পুস্তক ও পরিসংখ্যানপোকাদের হিসাবে অফিশিয়াল ম্যাচে তার গোলসংখ্যা ৭৫৭। আবার কিছু পরিসংখ্যানের হিসাবে পেলের গোলসংখ্যা ৭৬৭। কালিয়ারির বিপক্ষে কাল মাঠে নামার আগে রোনালদোর গোলসংখ্যাও ছিল ৭৬৭। হ্যাটট্রিকে তা ৭৭০ গোলে উন্নীত করার পর ইনস্টাগ্রামে এ নিয়ে একটি পোস্ট করেন রোনালদো, ‘পেলের ৭৫৭ অফিশিয়াল গোলের রেকর্ড ভাঙা নিয়ে আমাকে জড়িয়ে গত কয়েক সপ্তাহে প্রচুর আলোচনা, খবর ও পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি হয়। আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এই মুহূর্তটির আগে এত দিন কেন এ নিয়ে চুপ ছিলাম, তার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।’

রোনালদো লিখেছেন, ‘জনাব, এডসন আরান্তেস নাসিমেন্তোর (পেলে) প্রতি আমার ভালোবাসা ও সম্মান নিঃশর্ত এবং সব সময়ই থাকবে। তার অফিশিয়াল গোলসংখ্যা ৭৬৭ বলেই মনে করেছিল, এর মধ্যে আছে সাও পাওলো রাজ্য দলের হয়ে ৯ গোল এবং সামরিক দলের হয়ে ১ গোল। পৃথিবী এরপর পাল্টেছে, ফুটবলও একরকম থাকেনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেদের স্বার্থ অনুযায়ী ইতিহাস পাল্টে ফেলব।’

রোনালদো লিখেন, ‘আজ আমার গোলসংখ্যা ৭৭০ হলো, পেশাদার ফুটবলে আমার অফিশিয়াল গোলসংখ্যা। সবার আগে প্রথম কথাটা আমি পেলের প্রতি বলতে চাই। বিশ্বে এমন কোনো ফুটবলার নেই যে পেলের গল্প ও কীর্তি শুনে বড় হয়নি। আমিও তাদের ব্যতিক্রম নই। আর তাই অফিশিয়াল ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হয়ে ভীষণ আনন্দ ও গর্ব হচ্ছে, কারণ মাদেইরায় বড় হয়ে ওঠার সময় কখনো ভাবতে পারিনি একদিন পেলের রেকর্ড ভাঙব।’

সতীর্থ, পরিবারসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে রোনালদো আরো লিখেছেন, ‘এই যাত্রায় যারা আমার সঙ্গী তাদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুবর্গকেও ধন্যবাদ, আমার ওপর আস্থা রাখার জন্য। তোমাদের ছাড়া এতটা পথ আসতে পারতাম না। এখন পরের ম্যাচ ও চ্যালেঞ্জের অপেক্ষা। বিশ্বাস করুন, গল্পটা শেষ হয়নি। সামনেই ভবিষ্যৎ, পর্তুগাল ও জুভেন্টাসের হয়ে এখনো অনেক কিছু জেতা বাকি। এই অভিযাত্রায় আপনিও শামিল হোন আমার সঙ্গে!’

রোনালদোকে অভিবাদন জানাতে ৮০ বছর বয়সী পেলেও একটি পোস্ট করেন ইনস্টাগ্রামে, ‘জীবন হলো একার লড়াই। নিজের ভাগ্য নিজেকে গড়ে নিতে হয়। তোমার (রোনালদো) অভিযাত্রাটা কী দারুণ! তোমার খুব প্রশংসা করি, তোমার খেলা দেখতে ভালো লাগে, এটা কারও অজানা নয়। অফিশিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙার জন্য অভিনন্দন। একটাই অনুশোচনা, এমন একটা দিনে তোমাকে একটু জড়িয়ে ধরতে পারছি না। কিন্তু তোমার সম্মানে এই (ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি) ছবিটা দিলাম। বহু বছরের বন্ধুত্ব ও স্নেহের স্মারক হিসেবে।’

গত জানুয়ারিতে চেক ফুটবল অ্যাসোসিয়েশন দাবি করেছিল, জোসেফ বাইকানের অফিশিয়াল ম্যাচে গোলসংখ্যা ৮২১। যদিও ফুটবল পরিসংখ্যান ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) হিসাবমতে, তার গোলসংখ্যা ৮০৫। এর মধ্যে ২৭ গোল করেছিলেন র‌্যাপিড ভিয়েনার রিজার্ভ ও অপেশাদার দলের হয়ে। এ ছাড়া আন-অফিশিয়াল কিছু ম্যাচে করা গোলও যোগ করা হয়েছে হিসাবে। এসব বাদ দিলে বাইকানের গোলসংখ্যা দাঁড়ায় ৭৫৯-পেলে ও রোনালদোর গোলসংখ্যার চেয়ে কম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত