এটাই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স: জর্ডি আলবা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২০, ১৬:১৩

সাহস ডেস্ক

অনেক দিন পর গতরাতে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে পিছিয়ে পড়েও জর্ডি আলবার চোখ ধাঁধানো গোল ও ডি ইয়ংরে দারুন গোলে টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে কাতালান ক্লাব বার্সেলোনা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ক্যাম্প নুয়ে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

টানা নয় ম্যাচ অপরাজিত থেকেই গতরাতে বার্সেলোনায় এসেছিল সোসিয়েদাদ। তবে কালকের হারের আগে টানা তিন ম্যাচ ড্র করেছে বাস্ক অঞ্চলের দলটি। বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে কালও হয়তো একটি পয়েন্ট নিয়ে ফিরতে পারত দলটি।

বার্সার এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠিয়ে দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে। অ্যাতিলেটিকো, রিয়াল মাদ্রিদ ও সোসিয়েদাদ- তিন দলেরই সমান ২৬ পয়েন্ট হলেও অ্যাতলেতিকো শীর্ষে উঠেছে গোল ব্যবধানে। অন্যদিকে, কাল রাতের পাওয়া জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সা।

এদিন ম্যাচের ২৭ মিনিটে সোসিয়েদাদকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসে। এর চার মিনিট পর জর্দি আলবার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। পরে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ওই আলবার ক্রস থেকেই জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে দনে ফ্রেংকি ডি ইয়ঙ্ক। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দিয়েছিলেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলের সংকেত দেন। পরে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

জয়ের পর সংবাদসম্মেলনে বার্সার দুটি গোলেই অবদান রাখা আলবা বলেন, ‘এটাই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স। দল আজ যে মানসিকতা দেখিয়েছে, তাতে আমি খুব খুশি। দর্শক ছাড়া স্টেডিয়ামে এভাবে খেলাটা খুব কঠিন। তবে জয়ের তাড়নাটা আমাদের ছিল। আজ আমরা অসাধারণ এক বার্সাকে দেখেছি, যারা কিনা প্রতিটি বলের জন্য লড়েছে।’

বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘প্রথমার্ধটা অসাধারণ ছিল। আমরা আরও গোল পেতে পারতাম। আমরা প্রবল আক্রমণাত্মক ছিলাম। আমরা তাদের প্রচুর চাপে রেখেছি। রিয়াল সোসিয়েদাদ বল পায়ে দারুণ ছিল, তবে আমরা তাদের কাছ থেকে বল কেড়ে নিয়েছি। আমরা কী দারুণভাবেই না চাপে রেখেছি ওদের। জয়টা আমাদের পাওনা ছিল।’

তবে মেসির পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কোম্যান বলেছেন, ‘আমি এমন দলই দেখতে চাই। প্রত্যেক খেলোয়াড় জানপ্রাণ দিয়ে খেলেছে। আজকে বড় পার্থক্যটা গড়ে দিয়ে আমাদের বল ছাড়া খেলাটা। মেসি অনেক পরিশ্রম করেছে, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেছে। বাকিরাও অবশ্য তা-ই করেছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত