বাতিল হতে পারে চলতি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১২:৩৮

সাহস ডেস্ক

চীন থেকে ছড়ানো মহামারি করোনাভাইরাস যেমন স্থবির করে দিয়েছে সারা বিশ্বকে তেমনি স্থগিত করে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগের মতো বড় বড় আসর।

তবে কোভিড-১৯ এর বাধা যদি সেপ্টেম্বর পযর্ন্ত বলবৎ থাকে তবে বাতিল হতে পারে চলতি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ, এমনটাই জানিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিন। অবশ্য ৫২ বছর বয়সী স্লোভেনিয়ানের পছন্দ, পরিত্যক্ত করার চেয়ে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ চালানো।

চলতি মৌসুম পরিত্যক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে জার্মান ভিত্তিক ক্রীড়া মাধ্যম জেডিফি স্পোর্টস্টুডিও’কে সেফরিন বলেন, ‘আমরা এটা (চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ) সেপ্টেম্বর বা অক্টোবরে খেলতে পারব না। কর্তৃপক্ষ যদি আমাদের খেলার অনুমতি না দেয় তবে আমরা খেলতে পারব না।’ 

বৈশ্বিক মহামারি করোনার কারণে অর্নির্দিষ্ট সময়ের জন্য চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ আপাতত স্থগিত রেখেছে উয়েফা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত