জিততে হলে মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে: সাকিব

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫০

লম্বা পরিসরের ক্রিকেটে নবীন দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামীকাল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

আগামীকাল ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

নবীন দলের সঙ্গে লেখার আগে সংবাসম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে আমাদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই পূর্ণ মনোযোগ রাখতে হবে। টেস্ট জিততে হলে এর বিকল্প নেই। এগুলো করতে পারলে আশা করি ভালো কিছু হবে।’

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, ‘ব্যাটসম্যানদের ওপর ভরসা করছি। কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করছে তারা। মাঠে সেটি বাস্তবায়ন করতে পারলে নিঃসন্দেহে ভালো কিছু হবে।’

সাকিব আরো বলেন, ‘আমাদের ২০ উইকেট নেয়ার টার্গেট থাকতে হবে। যত দ্রুত তাদের গুটিয়ে দেয়া যায় তত ভালো। স্পিনারদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পেসারদের অবদান রাখতে হবে। কোনো স্পিনারদের চেয়ে তাদের এগিয়ে থাকতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত