চাঁদের বরফ থেকে মহাকাশযানের জ্বালানি

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ২১:১৫

সাহস ডেস্ক

চাঁদে যাওয়ার জন্য যে মহাকাশযানটি বানানো হবে সেটি চাঁদের বরফ থেকে পাওয়া জ্বালানি দিয়েই পুনরায় ভরা হবে বলে জানানো হয়। চন্দ্রাভিযানের জন্য ব্লু অরিজিনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

বেজোস বলেন, অ্যাপোলো মিশনের সময় যে বিষয় জেনেছি তা হলো চাঁদের নীচের স্তরে পানীয় বরফের মজুদ রয়েছে। আমরা এই বরফ চাষ করতে পারি এবং এর থেকে হাইড্রোজেন ও অক্সিজেন বানাতে পারি এবং এর থেকে রকেটের জ্বালানি তৈরি করতে পারি।

চাঁদে যাওয়ার জন্য ব্লু মুন নামে একটি মহাকাশযান বানিয়েছে ব্লু অরিজিন। কার্গোর পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী বহন করতে পারবে মহাকাশযানটি। বেজোস এর আগে আরও বলেছেন ২০২৪ সালে চাঁদে নভোচারী ফেরাতে নাসার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্লু মুন।

একসঙ্গে অনেকগুলো মহাকাশ ব্যবস্থা নিয়ে কাজ করছে ব্লু অরিজিন। ব্লু মুনের পাশাপাশি মহাকাশে ভ্রমণার্থী নেওয়ার লক্ষ্যে নিউ শেফার্ড রকেট এবং নিউ গ্লেন নামে একটি বিশাল রকেট বানাচ্ছে প্রতিষ্ঠানটি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত