করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু

প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১৮:২৫

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ, এখন পর‌্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যহার ১ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৮০৪ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৪১ হাজার ৫৩৬টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৭৪ জনের মধ্যে ৯০ জন পুরুষ ও নারী ৮৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ১৭০ জন এবং বাসায় ৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৪৪ হাজার ৪৭৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৬৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ হাজার ৮২৬ জন। কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ হাজার ৪৬০ জন। ছাড় পেয়েছেন ৯৯২১ জন। এপর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৯৬৪ জন। ছাড় পেয়েছেন ১০ লাখ ১ হাজার ৮৮৯ জন। মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৫ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত