জার্মানির সাড়ে ৮ হাজার নাগরিককে টিকার বদলে স্যালাইন পুশ

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ২০:২০

সাহস ডেস্ক

জার্মানির ৮ হাজার ৬০০ জন নাগরিককে করোনাভাইরাসের টিকার বদলে স্যালাইন পুশ করেছেন রেডক্রসের এক নার্স।

গত মার্চ ও এপ্রিলে দেশটির ফ্রাইসল্যান্ডের টিকা কেন্দ্রে টিকা নিতে আসা ব্যক্তিদের সাথে এ প্রতারণা করা হয়। স্থানীয় পুলিশের এক তদন্তে বিষয়টি সামনে আসে। এছাড়াও উক্ত নার্স ভ্যাকসিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতেন বলেও জানিয়েছে পুলিশ।

ফাইজার ও বায়োটেক ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন পুশ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনার শিকার নাগরিকদেরকে ফের টিকা নেয়ার আহ্বান জানিয়েছে ফ্রাইসল্যান্ড জেলা প্রশাসন।

এ ঘটনায় করোনা সংক্রমনের ভয়ে আছে প্রতারণার শিকার ব্যক্তিরা। বেশিরভাগের বয়স ৭০-উর্দ্ধ হওয়ায় আতংক বিরাজ করছে তাদের মাঝে। 

তবে এখন পর্যন্ত অভিযুক্ত নার্সের এমন কাণ্ডের কারণ জানা যায়নি। এমনকি প্রকাশ হয়নি অভিযুক্তের পরিচয়। তার বিরুদ্ধে আনা ভ্যাকসিন প্রতারণা সংক্রান্ত মামলাটি স্পেশাল ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত