মহামারীর পরিস্থিতির অবনতি হলে আবারও লকডাউন

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ১৭:২৯

সাহস ডেস্ক

মহামারী করোনাভাইরাসে দেশের পরিস্থিতি অবনতি হলে আবারও লকডাউন দেয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

১২ আগস্ট (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হলে সরকারের কৌশল হিসেবে সারাদেশে কঠোর লকডাউন কিংবা শুধু মাত্র মাস্ক বাধ্যতামূলক করে সকল কিছু খুলে দেয়া বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

লকডাউন দেয়ার প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, পৃথিবীর যেকোনো দেশে করোনা বাড়লেই লকডাউন দেয়া হচ্ছে, যেমন অস্ট্রেলিয়ায় সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। আমেরিকায় দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে কেন? কারণ এর কোনো বিকল্প নেই।

এদিকে ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৯ আগস্ট থেকে শতভাগ গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত