সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেয়া হবে

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০৩:৪৭

সাহস ডেস্ক

মডার্না ও সিনোফার্মের টিকা দিয়ে সারাদেশে আবারও শুরু হবে গণটিকাদান কর্মসূচি। আগামী বৃহস্পতিবার থেকে এর নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরো জানায়, ১২টি সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা এবং উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা।

আজ সোমবার কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেওয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়, আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

টিকা সংকটের কারণে গেল ২ মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার। ওইদিন পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন নিবন্ধন করেছিল।

এর আগে সকালে শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এখন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত