চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় হেলথ ক্যাম্প

প্রকাশ : ১৬ মার্চ ২০২১, ১৮:১৩

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাস্তবায়িত 'কর্মজীবি ল্যকটেটিং মাদার সহায়তা তহবিল' কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থবছরের উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্যসেবায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মার্চ) জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় এ ক্যাম্প আয়োজন করে।

ক্যাম্পে বক্তব্য দেন পৌর মেয়র নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আব্দুস সালাম, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার উম্মে সুমাইয়া প্রমুখ।

ক্যাম্পে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় হেলথ কেয়ার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মাকসুদা নূর ও ডা. মোসা. আসমাউল হুসনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত